, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ” সহয়াতায় এগিয়ে আসুন

প্রকাশ: ২০১৯-০৭-১৪ ০৮:৫৭:৪৮ || আপডেট: ২০১৯-০৭-১৪ ০৮:৫৭:৪৮

Spread the love

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে।

প্লাবিত প্রতিটি জনপদ, পানি বন্ধী হয়ে পড়ছেন এলাকার মানুষ। পানি বাড়তে বাড়তে ডুবে যাচ্ছে বাড়িঘর।

শনিবার দুপুরে বন্যা কবলিত এসব এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সাতকানিয়ার কেওচিয়া, আমিলাইশ, নলুয়া, ঢেমশা, চরতী, ছদাহাসহ সবকটি ইউনিয়নের মানুষ কার্যত পানি বন্ধী। থমকে আছে ব্যবসা বাণিজ্য ও নিত্যদিনের কার্যক্রম।

এসময় বন্যা কবলিত এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে তাদের নিদারুণ দুর্ভোগের কথা ।

সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিননিধিরা।

তারা বলেন, বিত্তবানরা আমাদের দেশের লোকজনের জন্য আর্শিবাদ সরূপ কাজ করেন। পূর্বের মতো এবারও বিত্তবানরা এগিয়ে আসবেন বলে বিশ্বাস রাখছেন। পাশাপাশি প্রত্যেকের সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানান। 

Logo-orginal