, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

সাতকানিয়ায় সাংগু নদীর স্রোতে ভেঙে পড়ল তিন তলা ভবন

প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১৪:৫৩:২৯ || আপডেট: ২০১৯-০৭-১৫ ২০:০৯:০৮

Spread the love

সাতকানিয়াঃ চট্টগ্রামের সাংগু নদীর স্রোতে ভেঙে পড়ল তিন তলা ভবন।

ভবনটির মালিক জনাব খলিলুর রহমান সওদাগর।

সোমবার (১৫ জুলাই) সাতকানিয়া উপজেলার বাজালিয়ার ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য ।

হঠাৎ সাংগু নদীর স্রোতে ভেঙে পড়ে খলিল সওদাগরের তিন তলা ভবন। সাঙ্গু নদীতে তলিয়ে যেতে পারে এমন আশংকায় আগেই নিরাপদ আশ্রয়ে চলে যার সওদাগরের পরিবারের সদস্যরা ।

অন্যদিকে, গত বুধবার থেকে সাতকানিয়া উপজেলার ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। এই উপজেলার বাজালিয়ায় সড়কে পানি ওঠার কারণে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

একই সঙ্গে বান্দরবানের সঙ্গে কক্সবাজারের যোগাযোগও হয়ে পড়েছে বিচ্ছিন্ন। ফলে আটকা পড়েছেন পর্যটকরা। রাঙ্গুনিয়া উপজেলায় দুটি স্থানে ছোট আকারের পাহাড় ধস হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নগরী ও জেলার বিভিন্ন পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ লোকজনকে সরিয়ে নেয়া অব্যাহত রয়েছে। শঙ্খ, মাতামুহুরি, হালদাসহ কয়েকটি খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে নিুাঞ্চল প্লাবিত হয়েছে।

তবে আজ সোমবার সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে বান্দরবান ও সাতকানিয়ায় পানি কমতে শুরু হয়েছে ।

Logo-orginal