, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ হাজীদের শ্লোগানে প্রকম্পিত আরফাত

প্রকাশ: ২০১৯-০৮-১১ ১৪:২৫:১৬ || আপডেট: ২০১৯-০৮-১১ ১৪:২৫:১৬

Spread the love

নিউজ ডেস্কঃ আরাফাতের ময়দানে শনিবার হাজিরা মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠান পালন করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর হজবাণী পাঠের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় ইরানসহ বিভিন্ন দেশের হাজিরা ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেয়। মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজিরা এ সময় পাঁচ ধারা বিশিষ্ট একটি ইশতেহার প্রকাশ করেন। খবর পার্সটুডের।

গতকালে (শনিবার) আরাফা ময়দানে হাজ্বীদের একটা কাফেলা এই স্লোগান দেয়।

এ সময় হাজ্বীরা ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

গতকাল ৯  জিলহজ্ব সৌদি আরবে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবার হজ্বপালনের জন্য বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন হজ্বযাত্রী এসেছেন। এছাড়াও সৌদি আরবের নাগরিক ও সৌদি আরবে প্রবাসী সাড়ে ৫ লাখ মানুষ সহ এ বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ্ব পালন করছেন।

আরাফার ময়দানে ৬৩১ খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হজ্ব বিধান নাজিল হলে তিনি ৬৩২ খ্রিস্টাব্দে এক লাখ চল্লিশ হাজার সাহাবিসহ হজ্ব পালন করেন।

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ জিলহজ্ব আরাফাতের ময়দানে উটের পিঠে আরোহণ করে বিদায় হজ্বের খুতবা দিয়েছিলেন।

ওই খুতবার অনুসরণে আরাফাত ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজ্বের খতিব উপস্থিত হাজিদের উদ্দেশে খুতবা প্রদান করেন।

Logo-orginal