, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ২০:২৩:১৯ || আপডেট: ২০১৯-০৮-০৯ ২০:২৩:১৯

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ কাশ্মীরের মুসলিমদের উপর ভারতের আগ্রাসন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাঙ্গুনিয়া ওলামা পরিষদের আয়োজনে শুক্রবার (৯ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি চন্দ্রঘোনা আধুরপাড়া থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক সহ চন্দ্রঘোনা দোভাষী বাজার সড়ক সহ মিশন এলাকা ঘুরে প্রায় ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে চন্দ্রঘোনা লিচুবাগান বাজার চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক ক্বারী মো. ইদ্রিছ। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক, সদস্য হাবিবুল্লাহ রব্বানি, যুগ্ম সম্পাদক মাওলানা নুরুল আজিম, ক্বারী মুহাম্মাদ ইসমাঈল, মাওলানা মুহাম্মদ সিরাজ, হাফেজ মো. রফিক, মাওলানা মো. ইউনুস, মাওলানা মো. মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, কাশ্মীরের মুসলিমদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে তা অচিরেই বন্ধ করতে হবে। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া ৩৭০ ধারা বাতিল করতে হবে। অন্যতায় বাংলাদেশে ভারতের হাই কমিশন ঘেরাও সহ ভারত অভিমূখে লং মার্চ করা হবে। যেখানে নেতৃত্ব দেবেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফি (দা.বা.)।

Logo-orginal