, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে ১১৫,০০০ জন অবৈধ প্রবাসী” ব্যাপক অভিযানের প্রস্তুতি

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ১২:১২:৪৫ || আপডেট: ২০১৯-০৮-৩১ ১২:২৫:০৯

Spread the love

কুয়েত সিটিঃ কুয়েতে মোট ১১৫,০০০ জন অবৈধ প্রবাসী শ্রমিক রয়েছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

এইসব বিদেশী নাগরিকদের একামার মেয়াদ না থাকা, স্পন্সর বা কপিলের কাজ থেকে পালিয়ে যাওয়া, ক্রাইমে জড়িত হওয়া, ইত্যাদি কারণে তাদের একামা নবায়ন করতে পারেনি ।

কুয়েতের সব কটি সংবাদে প্রকাশিত তথ্যমতে দেশটির নিরাপত্তা বিভাগ শীঘ্রই অবৈধ প্রবাসীদের আটকে অভিযানে পরিচালনা করিবে ।

বিদেশী নাগরিকদের সুত্রে প্রকাশ, অবৈধ অভিবাসীরা কুয়েত সরকারের দেওয়া সাধারান ক্ষমা ঘোষণা পেলে, তারা কুয়েত ত্যাগ করতে প্রস্তুত ।

তবে সর্বশেষ ২০১৮ সালের শুরুতে কুয়েত সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিল ৫১,১৫২ জন বিদেশী শ্রমিক, এবং ২০১১ ও ২০১৩ সালে কুয়েত সরকার যথাক্রমে ৪২,০০০ ও ৫৮,০০০ অবৈধ বিদেশী শ্রমিকদের কুয়েত ত্যাগে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল ।

তবে অবৈধ বিদেশীর তালিকায় বাংলাদেশ, ইন্ডিয়া ও মিশরের নাগরিকারা শীর্ষে রয়েছে ।

আপাতত, সাধারণ ক্ষমা ঘোষনার সম্ভাবনা নাকচ করেছে উর্ধতন কতৃপক্ষ ।

কুয়েতের মোট ৪২.২ মিলিয়ন জনসংখ্যার বিপরীতে ২.৯ মিলিয়ন প্রবাসী বসবাস করছে ।

Logo-orginal