, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ডাঃ মু. রফিকের জানাজা এবং দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৮-১৪ ১৫:৪২:৩০ || আপডেট: ২০১৯-০৮-১৪ ১৫:৪২:৩০

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক সেক্রেটারি ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সি.আই.এম.সি.এইচ) এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতাল (সি.আই.ডি.সি.এইচ) এর ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিঃ এর সাবেক চেয়ারম্যান এবং পাঁচলাইশ হাজীরপুল নিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার মুহাম্মদ রফিকুল গত ১২ অগাস্ট সি আই এম সি এইচ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মরহুমের ইন্তেকালের খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আলহাজ্ব মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম মরহুমের নিজ বাড়িতে সকালে ছুটে যান এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

মরহুম ডা: মুহাম্মদ রফিকের নামাজের জানাজা গত ১২ আগস্ট ২০১৯ সোমবার সন্ধ্যা ৭:৩০ টায় পাঁচলাইশ হাজীর পুলস্থ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতির করেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মাওলানা সাইয়েদ আবুনোমান।

মরহুম ডাঃ মুহাম্মদ রফিকের জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আহসান উল্লাহ ভুইয়াঁ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি ডাঃ শাহাদাত হোসাইন, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আলহাজ্ব আফসার উদ্দীন চৌধুরী, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, ৪নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা কফিল উদ্দীন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আমির হোসেন, চট্টগ্রাম জিলা পরিষদ সদস্য জাফর আহম্মদ, জামায়াতে ইসলামীর নগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উল্লাহ, মরহুমের ছোট ভাই ব্যারিস্টার বেলায়েত হোসেন, মরহুম ডাঃ মুহাম্মদ রফিক সাহেবের একমাত্র ছেলে ডাঃ তাহসিন, মাওলানা আবু তৈয়ব মরহুম ডাঃ মুহাম্মদ রফিকের নামাজে জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর আ.জ.ম. ওবায়দুল্লাহ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং সিআইডিসিএইচ এবং চেয়ারম্যান ডঃ কাজী দ্বীন মুহাম্মদ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসলিম উদ্দীন সবুজ, চট্টগ্রাম জেলার সাবেক পিপি, চট্টগ্রাম বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দীন, চট্টগ্রাম মহানগরীর এসিসটেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর সাংগঠনিক সম্পাদক ফয়সালা মুহাম্মদ ইউনুছ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি এডভোকেট নাছির উদ্দীন আহমদ চৌধুরী, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এ.টি.এম. রেজাউল করিম, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সেক্রেটারি মুহাম্মদ হাসান ইলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এস.এম. লুৎফর রহমান, ডাঃ মুহাম্মদ জালাল উদ্দীন, ডাক্তার আবু নাছের, এডভোকেট এহতেশানুল হক প্রমুখ ৮নং শুলক বহর ওয়ার্ড সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।

শোক বার্তা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি অধ্যাপক নরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক খন্দকার, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি এডভোকেট আবুল কালাম, কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ। যৌথ শোক বার্তায় নেত্রীবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

মরহুম ডাঃ মুহাম্মদ রফিকের নামাজে জানাজা শেষে পাঁচলাইশ হাজীর পুলস্থ তাঁর পারিবারিক কবরস্থানে পিতার পাশে তাকে দাফন করা হয়।

Logo-orginal