, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

জালানি ট্যাংকার বিস্ফোরণে উগান্ডায় ২০ জন নিহত

প্রকাশ: ২০১৯-০৮-১৯ ২০:৩১:০৮ || আপডেট: ২০১৯-০৮-১৯ ২০:৩১:০৮

Spread the love

জালানি ট্যাংকার বিস্ফোরণে উগান্ডায় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আনাদলু ও এবিসি নিউজের।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার বিকালে জ্বালানি বহনকারী ট্যাংকারটি কেনিয়া থেকে কঙ্গো যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উগান্ডার পশ্চিমাঞ্চলীয় রুবুরিজি জেলায় পৌঁছালে আকস্মিক আগুন ধরে যায়।

ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় দুটি গাড়ি ছাড়াও আশপাশের দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। হতাহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal