, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ: ২০১৯-০৮-২৭ ১৭:০২:১৩ || আপডেট: ২০১৯-০৮-২৭ ১৭:০২:১৩

Spread the love

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতিমূলক ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটের ব্যবধানে উড়িয়ে দেয় সালমারা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৯ রানে ২ উইকেট নেন। ১৩ রান খরচায় সালমা খাতুনের শিকার ২ উইকেট। আর খাদিজা তুল কুবরা ১৬ রানে নেন ১ উইকেট। ৮৮ রানের লক্ষ্য ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন।

রিতু মনি ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শায়লা শারমিনের ব্যাট থেকে আসে ১১ রান।
প্রথম প্রস্তুতি ম্যাচে এই থাইল্যান্ডকেই ৬ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। এরপর স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ রানের জয় জয় কুড়ায় তারা। ৮ দল নিয়ে ৩১শে আগস্ট স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাই পর্ব চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ নারী দল।

সংক্ষিপ্ত স্কোর
থাইল্যান্ড: ২০ ওভারে ৮৭/৫
বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৮/৭ ( নিগার ৩৯, রিতু ১৪*, শায়লা ১১)
সূত্রঃ যুগান্তর ।

Logo-orginal