, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

প্রবাসী ছেলের লাশ আনতে গিয়ে লাশ হলেন বাবা

প্রকাশ: ২০১৯-০৮-১০ ১৫:৩৬:২০ || আপডেট: ২০১৯-০৮-১০ ১৫:৩৬:২০

Spread the love

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেলের কফিন আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলী আহমদ (৬০) নামের এক বৃদ্ধ।

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার আড়িখাল ব্রীজের নিকটে কফিনবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

জানা যায়, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের আলী আহমদের ছেলে জজ মিয়া (২৫) কিছুদিন পূর্বে সৌদিআরবে মারা যান।দীর্ঘদিন পর শুক্রবার বিকেলে তার মরদেহের কফিন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দেরে এসে পৌঁছে।

বিমান বন্দরের সকল কার্যক্রম শেষে পুত্রের কফিন নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির উদ্দেশে রওনা দেন আলী আহমদসহ পরিবারের আরো সদস্যরা।

এদিকে অ্যাম্বুলেন্সটি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার আড়িখাল ব্রীজের নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভুল সাইডে চলে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়।

বিকট আওয়াজ শোনে আশে পাশের লোকজন প্রাণপন চেষ্টা চালিয়ে এম্বুলেন্সের ভিতরে থাকা লাশের কফিন সহ আরো চারজনকে জীবিত বাহির করে নিয়ে আসলে চালকের পাশে থাকা আলী আহমদ গাড়ির ভিতরেই মারা জান।

পরে খবর পেয়ে পুলিশ ছেলের কফিন এবং বাবার মরদেহ শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

Logo-orginal