, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত সে সেনা সদস্য মারা গেছে

প্রকাশ: ২০১৯-০৮-১৯ ০০:০০:৪৯ || আপডেট: ২০১৯-০৮-১৯ ০০:০০:৪৯

Spread the love

রাঙ্গামাটি: বাঁচানো গেলনা সন্ত্রাসীদের গুলিতে আগত সেনা সদস্য নাসিমকে।

১৯ বছর বয়সী নবীন সেনা সদস্য নাসিম পাহাড়ী সন্ত্রাসী কতৃক অতর্কিত হামলার শিকার হয়ে মারা গেলেন।

রোববার সকালে রাঙ্গামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় সকাল ১০ টায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

সন্ত্রাসীদের গুলিতে সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে প্রাথমে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে।

Logo-orginal