, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল ভাংচুর

প্রকাশ: ২০১৯-০৮-১৯ ২১:৪৬:২৩ || আপডেট: ২০১৯-০৮-১৯ ২১:৪৬:২৩

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে হোছনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেনের মোটরসাইকেল (গাড়ী) ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার(১৯ আগষ্ট) দুপুরে তিনি এই সময় তাঁর ইউনিয়নের নিচিন্তাপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করছিলেন।
ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন বলেন, “ দুপুরে ইউএনও মাসুদুর রহমান মুঠোফোনে তাঁর এলাকায় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতার জন্য পরিষদের লোকজন নিয়ে নিচিন্তাপুর এলাকায় যেতে বলে।

তিনি আদালতকে সহযোগিতার জন্য নিচিন্তাপুরের মূল সড়কে গাড়ি রেখে ভিতরে সিপুলিয়া খালের পাড়ে গেলে কে বা কারা তাঁর মোটরসাইকেলের বাল্ব, গ্লাস ও বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। এলাকার অবৈধ বালু উত্তোলনকারীরা তাঁর মোটরসাইকেল ভেঙ্গেছে তাঁর দাবি। তিনি থানায় মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ ভ্রাম্যমান আদালত চলাকালীন ইউপি চেয়ারম্যান সাথে ছিলেন। ঘটনার বিষয়ে থানায় মামলা নিতে পুলিশকে বলা হয়েছে। গাড়ির গুরুত্বপূর্ন অংশ ভাঙ্গার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”

Logo-orginal