, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন এবং কৃষকদের মাঝে চারা বিতরণ

প্রকাশ: ২০১৯-০৮-০৫ ১৯:৪৫:০৭ || আপডেট: ২০১৯-০৮-০৫ ১৯:৪৫:০৭

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের
রাঙ্গুনিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৫ আগষ্ট) প্রথম দিন শোভাযাত্রা, গাছের চারা বিতরণ, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিশুমেলা মডেল স্কুল মাঠে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারি বন সংরক্ষক শওকত ইমরান আরাফাত , উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার। সঞ্চালক ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল। আলোচনা সভা শেষে মেলার ২০ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

পরে কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়। বুধবার (৭ আগষ্ট ) মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Logo-orginal