, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ড্রেজার পুড়িয়ে নষ্ট ও একটি জব্দ

প্রকাশ: ২০১৯-০৮-১৯ ২০:২৪:০২ || আপডেট: ২০১৯-০৮-১৯ ২০:২৪:০২

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু তোলার দায়ে দুটি ড্রেজার (খননযন্ত্র ) পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

জব্দ করা হয়েছে একটি খননযন্ত্র। নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার সরঞ্জামাদি। অভিযানের সময় একটি খননযন্ত্র খাল থেকে সরিয়ে পাশ্ববর্তী বাড়ির উঠানো কে বা কারা রাখে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পরে খননযন্ত্রটি জব্দ করে।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর সিফুলিয়া খালে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন ও থানা পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ অবৈধভাবে বালু তোলার অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে দুটি খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। তবে ওই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি। এবং পরবর্তীতে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান।

Logo-orginal