, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষকে কামিল অনুমোদনপত্র হস্তান্তর করলেন তথ্যমন্ত্রী

প্রকাশ: ২০১৯-০৮-০১ ১৭:৫০:৪২ || আপডেট: ২০১৯-০৮-০১ ১৭:৫০:৪২

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান নুরুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসাকে কামিল মাদ্রাসায় উন্নিত করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্টানটি কামিল (হাদিস) বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবেন। রাঙ্গুনিয়া আসনের সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মাদ্রাসা কর্তৃপক্ষকে কামিল শ্রেণীর পাঠদানের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পত্র হস্তান্তর করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্বারক নং- ইআবি/পরি/কামিল/-প্রা.পা/২০১৮/৬৯২২ অফিস আদেশে বলা হয় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে রাঙ্গুনিয়ার নুরুল উলুম মাদ্রাসা’র অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে কামিল (স্নাকোত্তর) হাদীস বিভাগের পাঠদানের অনুমতি প্রদান করা হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গত মঙ্গলবার মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শাহজাদা ওবাইদুল মোস্তফা নঈমী’র হাতে কামিল শ্রেণীর অনুমোদনের পত্র আনুষ্টানিকভাবে হস্তান্তর করেন।

এসময় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এমরুল করিম রাশেদ, শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। কামিল (স্নাতকোত্তর) শ্রেণীর অনুমোদনে সহযোগীতার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Logo-orginal