, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ঈদে আসছে বান্নাহর একঝাঁক নাটক

প্রকাশ: ২০১৯-০৮-১২ ১৯:৩৫:৫৫ || আপডেট: ২০১৯-০৮-১২ ১৯:৩৫:৫৫

Spread the love

রাকিব উদ্দীন, চট্টগ্রামঃ গল্প নির্ভর নাটক নির্মাণের জন্য জনপ্রিয় সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। যিনি মিডিয়ার নির্মাতাদের মধ্যে খুব স্বল্প সময়েই আলোচনায় এসেছেন। আর এর পিছনে আছে তার মেধা ও শ্রম। মানুষের জীবনের গল্প, সমাজের গল্প অসংখ্যবার লক্ষ্য করা গিয়েছে তার নির্মিত নাটকগুলোতে। এক কথায় বলতে গেলে সমাজের বাস্তবতাকেই তুলে ধরেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

প্রতি ঈদে এবং বিশেষ দিন গুলোতে বান্নাহ নির্মাণ করেন করেন বেশ কিছু নাটক যা প্রচারিত হয় বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে। তবে শুধুই টিভি চ্যানেলের জন্যই যে তিনি নাটক নির্মাণ করেন তা কিন্তু নয়। বর্তমান প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে ইউটিউবের জন্যও তিনি অসংখ্য নাটক নির্মাণ করেন। যার ভিউয়ারসও নেহাত কম নয়। এমনকি পূর্বে কোন কোন নাটকের ভিউ রেকর্ড ছাড়িয়েছে।

এবারের ঈদেও থাকছে নির্মাতা বান্নাহর বেশ কিছু নাটক। আর এবারে তার নাটকের সংখ্যাটা অন্য সব ঈদের থেকে কিছুটা বেশী। এবারের ঈদের কাজ গুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত বান্নাহ। জানাগেছে এবার তিনি কিছু রাইটার প্যানেল নিয়ে কাজ করেছেন। তাই সবগুলো কাজই বেশ ভালো হয়েছে বলে জানান নির্মাতা বান্নাহ। তিনি আরো জানিয়েছেন এবারই প্রথম তিনি প্রায় ১৮টি গল্পের নাটক নির্মাণ করছেন যার প্রতিটার গল্পেই রয়েছে ভিন্নতার স্বাদ। আসছে ঈদে ইউটিউবে প্রকাশসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকগুলো।

এক নজরে জেনে নেয়া যাক নির্মাতা বান্নাহর এবারের ঈদের কাজগুলো-

আশ্রয়: মোশাররফ করিম, তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা ও জাকিয়া বারী মম

এটাই ভালোবাসা: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা

লেডি কিলার ২: তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা

একটু পর রোদ উঠবে: নুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, পারস ইভানা, ইভান সাইর

আমার মিস্টার পরিস্কার: তিশা-তাহসান

ভিউ বাবা: মোশাররফ করিম, সারিকা সাবরিন, মিঠু, মুশফিক আর ফারহান, ইভান সাইর

সখী তুমি কার: সাঈদ জামান শাওন, মুশফিক আর ফারহান, অহনা রহমান

থার্ড জেন্ডার: মুশফিক আর ফারহান, সাঈদ জামান শাওন

মুগ্ধ ব্যাকরণ: জাকিয়া বারী মম, মোশাররফ করিম

দ্যা ফুল: অহনা রহমান, মুশফিক আর ফারহান

খারাপ ছেলে: মুশফিক আর ফারহান, সারিকা সাবরিন

মেন্টাল মনির: সাঈদ জামান শাওন, অহনা রহমান

লুজারস ২: মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, সাঈদ জামান শাওন, সারিকা সাবরিন

ফ্রেন্ডস ভার্সেস চিটার্স: আফরান নিশো, তানজিন তিশা

ছ্যাকা খেয়ে ব্যাকা: মুশফিক আর ফারহান, আফরান নিশো, সাবিলা নূর

ফিরে আসি বার বার: আফরান নিশো, তানজিন তিশা।

Logo-orginal