, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতের সৈকতের বিনোদন স্পটে ট্যাক্স আদায়ের আহবান (ভিডিও)

প্রকাশ: ২০১৯-০৮-১৬ ১৩:৪২:০৪ || আপডেট: ২০১৯-০৮-১৬ ১৩:৪৭:২১

Spread the love

কুয়েত সিটিঃ আরব সাগরের বিনোদন এলাকায় ঘুরতে যাওয়া কুয়েতি ও বিদেশী নাগরিকদের থেকে ট্যাক্স আদায় করতে বললেন কুয়েত কৃষক ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি নাদিয়া আল-ওথমান ।

শুক্রবার (১৬ আগস্ট) আল-রাইয়ের বরাত দিয়ে সংবাদের সত্যতা নিশ্চিত করে ইংরেজি দৈনিক আরব টাইমস ।

সুত্রে প্রকাশ, বীচ এলাকাকে নিয়ন্ত্রিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জনসাধারণের ইউটিলিটিগুলিতে শুল্ক আরোপের আহ্বান জানানো হয়েছে।

উদাহরণস্বরূপ, বিদেশী কর্মীরা ঈদের ছুটিতে সমুদ্র পাড়ে বেড়াতে গিয়ে যে পরিমাণ ময়লা করেছে, তাহা পরিষ্কার করা পরিচ্ছন্ন শ্রমিকদের পক্ষেও কঠিন ।

মানুষের উপচে পড়া ভিড়ের কথা উল্লেখ করে মিস নাদিয়া বলেন, ট্যাক্স ব্যবস্থা চালু করে তাহা নিয়ন্ত্রণ করতে হবে ।

একটি অনলাইন সমীক্ষার সময় কুয়েত কৃষক ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি, নাদিয়া আল-ওথমান কুয়েতের আরবি দৈনিক আল-রাইকে বলেছন, “ট্যাক্স আদায়ের দাবি কুয়েতি ও বিদেশী নাগরিকদের সবার জন্য প্রজোয্য ।

Video gratitude Arab Times

Call to impose fees on beach goers

Call to impose fees on beach goershttp://www.arabtimesonline.com/news/call-to-impose-fees-on-beach-goers/

Posted by Arab Times Kuwait on Thursday, 15 August 2019

Logo-orginal