, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চন্দনাইশে গরু চুরিকে কেন্দ্র করে গণপিটুনি” গুরুতর আহত ১

প্রকাশ: ২০১৯-০৮-১৩ ১৯:৫৩:০২ || আপডেট: ২০১৯-০৮-১৩ ১৯:৫৩:০২

Spread the love

চট্টগ্রামঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরিকে কেন্দ্র করে ১ জনকে গণপিটুনি দেওয়ার সংবাদ পাওয়া গেছে ।

সোমবার দিবাগত রাত ১০ টার দিকে বৈলতলী ইউনিয়নের জাফরাবাদে এই ঘটনা ঘটে ।

গুরুতর আহতের নাম মো. পারভেজ (২৬), উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ ৯নং ওয়ার্ডের মৃত মো. লোকমানের ছেলে

আহত পারভেজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়ভাবে জানা যায়, গত ১০ আগস্ট মধ্যরাতে জাফরাবাদ গ্রামের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মইনউদ্দিন চৌধুরীর একটি গরু চুরি যায়। এ বিষয়ে মইনউদ্দিন চৌধুরী বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা (নং ১০, তাং ১১/০৮/১৯ খ্রী:) দায়ের করেন। উক্ত মামলায় পারভেজ ২নং আসামি।

মামলার ১নং আসামি জাফরাবাদ ৯নং ওয়ার্ডের শাহ আলমের ছেলে জিয়াউল হক(২২)কে পুলিশ ইতিমধ্যে আটক করেছে।
গরু চুরির ওই ঘটনাকে কেন্দ্র করে গত ১২ আগস্ট রাতে পারভেজকে জাফরাবাদ এলাকায় পেয়ে স্থানীয়রা গনপিটুনি দেয়।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ রাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Logo-orginal