, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

নগরীতে ফের গৃহকর্মী নির্যাতন” আটক ব্যাংক কর্মকর্তার স্ত্রী

প্রকাশ: ২০১৯-০৮-০৭ ১৬:৩০:৫৯ || আপডেট: ২০১৯-০৮-০৭ ১৬:৩০:৫৯

Spread the love

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকা থেকে ইয়াছমিন আক্তার (১১) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার স্ত্রীকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (০৬ আগস্ট) রাতে লালখানবাজার এলাকার চাঁনমারী রোডে এ ঘটনা ঘটে। আটকৃত নারী ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার মো. বখতিয়ারের স্ত্রী আরেফা আক্তার (২৭)। নির্যাতনের শিকার ইয়াছমিনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায়। ইয়াছমিন এতিম বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, গত সাত মাস ধরে বখতিয়ার-আরেফা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করছিল ইয়াছমিন আক্তার। তারা চাঁনমারী রোডের এপিক ৩১৪ কমর পার্ক বিল্ডিংয়ের ৮ম তলার একটি ফ্ল্যাটে থাকেন।

গৃহকর্মীকে বিভিন্ন সময় নির্যাতন করে করে আসছিল আরেফা। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ইয়াছমিন পাশের বাসার লোকজনকে জানায়। পরে তারা পুলিশকে খবর দেয়। এরই প্রেক্ষিতে পুলিশ গিয়ে ইয়াছমিনকে উদ্ধার করে।

ওসি জানান, ইয়াছমিনকে নির্যাতনের দায়ে আরেফা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo-orginal