, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

নিজের সার্ভিস পিস্তলে মাথায় গুলি করে ‘আত্মহত্যা পুলিশ এক এসআই

প্রকাশ: ২০১৯-০৮-২৮ ২০:২২:১৩ || আপডেট: ২০১৯-০৮-২৮ ২০:২২:১৩

Spread the love

কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম জাহাঙ্গীর নিজের সার্ভিস পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

বুধবার বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে নিজের মাথায় গুলি করেন বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, তার মৃতদেহের পাশে সরকারিভাবে ইস্যুকৃত সার্ভিস পিস্তলটি পাওয়া গেছে। মাথায় গুলির চিহ্ন রয়েছে। তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি ‘আত্মহত্যা’। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জেলা সদরের হাটিরপাড় এলাকার তিনতলা একটি ভবনে পরিবারসহ ভাড়া থাকতেন উপ-পরিদর্শক সেলিম জাহাঙ্গীর। বাসার গৃহকর্মী নুরজাহান বেগম জানান, ঘটনার সময় বাসায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী, ৬ বছর বয়সী পুত্র এবং তার পিতা-মাতা ছিলেন। দুপুরে জোহরের নামাজের পর পিতা-পুত্র একসাথে দুপুরের খাবার খেয়েছেন। এর কিছু সময় পর এ ঘটনা ঘটে। তার পিতা-মাতা মঙ্গলবার পুত্রের বাসায় বেড়াতে আসেন। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। সেলিম জাহাঙ্গীর তাদের একমাত্র সন্তান ছিলেন। উতসঃ সমকাল।

Logo-orginal