, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

পটিয়া ট্রাকের সাথে মোটরবাইক সংঘর্ষে ব্যাংক অফিসারসহ দুইজন নিহত

প্রকাশ: ২০১৯-০৮-২০ ০০:২৪:৫৮ || আপডেট: ২০১৯-০৮-২০ ০০:৩৭:৩৫

Spread the love

চট্টগ্রামঃ জেলার পটিয়ায় ট্রাকের সাথে মোটরবাইক সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ১০,৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জুনিয়ার অফিসার রফিকুল ইসলাম ও ডাঃ মোহাম্মদ শাহজাহান
বলে জানা গেছে।

নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা হলেন- পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে ডাক্তার শাহজাহান (৪২) ও একই ওয়ার্ডের কাজীপাড়া এলাকার জহির আহম্মদের ছেলে রফিকুল ইসলাম (২৮)।

নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে রফিকুলের ঢাকায় যাওয়ার কথা ছিলো। এজন্য দুলাভাই শাহজাহানের মোটরসাইকেলে করে চট্রগ্রাম বাস কাউন্টারের উদ্দেশে রওনা দেন রফিকুল। পথিমধ্যে তারা আমজুরহাট এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক উল্টে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শাহজাহান ও রফিকুল নিহত হন। এ ঘটনার পর থেকে রাত ১২টা পর্যন্ত চট্রগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ‘পণ্যবাহী ট্রাক উল্টে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

এসআই জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাকে থাকা মালামাল বের করে ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

Logo-orginal