, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

পাখির আঘাতে ইঞ্জিন বিকল”যেভাবে বেঁচে গেল ২৩৩ জন বিমান যাত্রী

প্রকাশ: ২০১৯-০৮-১৬ ২০:১৯:৫৪ || আপডেট: ২০১৯-০৮-১৬ ২০:১৯:৫৪

Spread the love

নিউজ ডেস্কঃ পাখির আঘাতে উভয় ইঞ্জিনে বিকল হয়ে গেল বিমানের, পাইলটের বুদ্ধিমত্তায় বেঁচে গেল সব যাত্রী ।

রাশিয়ান পাইলট যিনি তার অক্ষম বিমানটি কর্নফিল্ডে সহজেই অবতরণ করতে পেরেছিলেন ।

ঘটনাটি শুক্রবার (১৬ আগস্ট) ভোরের । বিকল বিমানটি অরক্ষিত স্থানে দ্রুত অবতরণ করে দারুন এক অভিজ্ঞতার পরিচয় দেয়ে হিরো সে ৪১ বছর বয়সী দামির ইউসুপভ । মানুষের প্রশংসায় ভাসছেন পাইলট ইউসুপ ।

২৩৩ জন যাত্রী নিয়ে মস্কোর ঝুকভস্কি বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি আকাশে বড় আকৃতির পাখির সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিন বিকল হলে যাত্রীদের কথা ভেবে মুহুর্তে অবতরণের সিদ্ধান্ত নেন মিঃ ইউসুপ ।

অভিজ্ঞ ক্যাপ্টেন, ৪১ বছর বয়সী দামির ইউসুপভ সাংবাদিক জানান, উড়াল এয়ারলাইনস এ 321 বিমানটি একটি পাহাড়ের পাদদেশে ঘাসঘেরা মাঠে অবতরণ করিয়েছেন ।

তিনি জানান, তার আশা ছিল নিরাপদে অবতরণ করে বিমান যাত্রীদের সেইভ করতে পারবেন, সে কাজটি পাইলট দক্ষতার সাথে করেছেন ।

ইয়াস্তেরিনবুর্গের একটি টেলিভিশন সাক্ষাত্কারে ইউসুপভ সাংবাদিকদের বলেন, “আমি কোনও ভয় অনুভব করি না।” “আমি সামনে একটি কর্নফিল্ড দেখেছি এবং যুক্তিসঙ্গতভাবে নরম অবতরণ করার প্রত্যাশা করেছি। আমি বিমানের ল্যান্ডটি যতটা সম্ভব সহজতর করার জন্য এবং উল্লম্বভাবে গ্লাইড করে যাওয়ার জন্য উল্লম্ব গতি হ্রাস করার চেষ্টা করেছি।

এইদিকে রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিমানটি অবতরণের পর ৭৪ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

কিছু রাশিয়ান কর্মকর্তা জানান, পাইল্ট ইউসুপভের বিমানে এক ঝাক পাখির ধাক্কায খেয়ে থাকতে পারে, তবে বিস্তারিত তদন্তের পর জানা যাবে ।

Logo-orginal