, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ফের কারফিউ জারি করা হল জম্মু কাশ্মীরের শ্রীনগরে

প্রকাশ: ২০১৯-০৮-১১ ১৬:৪৮:০২ || আপডেট: ২০১৯-০৮-১১ ১৬:৪৮:০২

Spread the love

শ্রীনগর: ফের কারফিউ জারি করা হল জম্মু কাশ্মীরে।

রবিবার (১১ আগস্ট) আবার কার্ফু জারি হল শ্রীনগরে।

এমন খবর দিয়ে এনডিটিভি সূত্রানুসারে তেমনটাই জানা গিয়েছে।

শনিবারই সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের (J&K) পরিস্থিতি শান্তিপূর্ণ।

সূত্র জানাচ্ছে, পুলিশ গাড়িতে করে ঘুরে এলাকায় লাউড স্পিকারে ঘোষণা করেছে, সব মানুষ যেন বাড়ি ফিরে যান। দোকানদারদের বলা হয় শাটার নামিয়ে দিতে। অথচ শনিবারই রাজ্যের পুলিশ টুইট করে জানায়, পরিস্থিতি শান্তিপূর্ণ।

কোনও হিংসাত্মক ঘটনা সেখানে ঘটছে না। শনিবার রাজ্য পুলিশ টুইট করে জানিয়ে দেয়, ‘‘কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই কেবল সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া। সেই ঘটনাকেও অঙ্কুরেই বিনাশ করা হয়েছে সেখানে দাঁড়িয়েই।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি দিল্লিতে সংবাদমাধ্যমকে জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভাল নয়। দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। রাহুলের এহেন দাবির কিছুক্ষণের মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষে টুইট করে জানিয়ে দেওয়া হয পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে।

Logo-orginal