, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

শিল্পকলায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক নাটক “বাংলার মহানায়ক” মঞ্চস্থ হল

প্রকাশ: ২০১৯-০৮-২৯ ১১:০০:৩১ || আপডেট: ২০১৯-০৮-২৯ ১১:০০:৩১

Spread the love

রাকিব উদ্দীন, বিনোদন ডেস্ক: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১১ দিনব্যাপী আগস্ট নাট্য সম্ভারে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক মঞ্চনাটক বাংলার মহানায়কের মঞ্চস্থ হয়। এটি গ্রুপ থিয়েটার নাট্যাধারের ১৩তম প্রয়োজনা এবং তৃতীয় প্রদর্শনী।

মিলন কান্তি দে রচিত এবং মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দেশাত্ববোধ, যুদ্ধ বিদ্ধস্থ দেশ পুনঃগঠনের যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল; তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিবিপ্লবীদের ঘৃণ্য ষড়যন্ত্রের স্বীকার হয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট স্ব-পরিবারে তাকে হত্যার ঘটনাক্রম চিত্রায়িত হয়েছে।

জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত পান্ডুলিপির আলোকে ডা. দীপংকর দের সংগীত পরিচালনায় নির্মিত ‘বাংলার মহানায়ক’ এর রূপসজ্জ্বাকারী শাহীনুর সরোয়ার, আবহ ধ্বনি শারমিন সুলতানা রাশা, দ্রব্য সম্ভার পরিকল্পক হারুন অর রশীদ, আলোক পরিকল্পক অনিক ইউসুফ এবং প্রযোজনা অধিকর্তা মাসউদ আহমেদ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফাল্গুনী দাশ, আইরিন মেহজাবিন, রোমানা রশিদ, তৌহিদ হাসান ইকবাল, দেবাশিস রুদ্র, জামাল হোসাইন মঞ্জু, আসিফ উদ্দিন শুভ, দিদার মোরশেদ, জিতেন কুমার, ভাস্কর, কাউসার মজুমদার, অরুন ভদ্র, শেখ আনিস মঞ্জুর, শাহীনুর সরোয়ার, এসএম বাহাউদ্দিন মিরান, মোস্তফা কামাল যাত্রা, জসীম উদ্দিন আহমেদ, আবুল হাসেম খান, আশিকুর রহমান, মাসুদ আহমেদ, নজরুল ইসলাম তুহিন প্রমুখ।

আগামীকাল ২৯ আগস্ট একই সময়ে তির্যক নাট্য গোষ্ঠী পরিবেশন করবে অসীম দাশ নির্দেশিত নাটক রোমিও জুলিয়েট। টিকিট নাটক শুরু হওয়ার পূর্বে মিলনায়তনের কাউন্টারে পাওয়া যাবে।

Logo-orginal