, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

সংসদে ভারতের সংবিধান ছিড়ে প্রতিবাদ কাশ্মীরী এমপি মীর মোহাম্মদ

প্রকাশ: ২০১৯-০৮-০৫ ২০:২৯:১৯ || আপডেট: ২০১৯-০৮-০৫ ২০:২৯:১৯

Spread the love

দিল্লীঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন কাশ্মীরের দুই সাংসদ।

ক্ষেপে যান পিডিপি নেতা ও এমপি মীর মহম্মদ ফৈয়াজ।

সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন রাজ্যসভায় জম্মু কাশ্মিরের প্রতিনিধিত্ব করা এই নেতা।

এই ঘটনার পর পর সাংসদ মীর মোহাম্মদকে সংসদ থেকে বের করে দেয়া হয়।

এক পর্যায়ে রাগে নিজের জামাও ছিঁড়ে ফেলেন এই সাংসদ ।

প্রতিবাদী হয়ে উঠেন অপর সাংসদ নাজির আহমেদও, পরে তাকেও বের করে দেয়া হয়।

সংসদে অমিত শাহের বক্তব্য রাখার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল পিডিপির দুই সাংসদ নাজির আহমেদ এবং এমএম ফৈয়াজ।

Logo-orginal