, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া গরীবের চাউল বিক্রি করে দিল তাঁতী লীগ নেতা

প্রকাশ: ২০১৯-০৮-১৩ ১১:৩৬:৫৪ || আপডেট: ২০১৯-০৮-১৩ ১১:৩৬:৫৪

Spread the love

চট্টগ্রামঃ জেলার সাতকানিয়া ১নং চরতি ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে গরীব অসহায়দের জন্যে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, স্থানীয় তাঁতী লীগের প্রচার সম্পাদক মোঃ হারুন (৩৫) পিতা-নুর হোছেন, নিজে ৫৪০ কেজি ওজনের ১৮ বস্তা চাউল নিজ বাড়িতে মজুদ করেন, পরবর্তী স্থানীয় চাউল ব্যবসায়ী আবুল কাসেমকে (পিতা-মৃত ফজল আহমদ) ২৫ টাকা কেজি দরে চাঊল বিক্রি করে ।

এলাকাবাসীর নিকট এই অভিযোগ স্বীকার করেন ব্যবসায়ী আবুল কাসেম । বিষয়টি আরটিএমকে নিশ্চিত করেন ছাত্রলীগ নেতা মোঃ সাইফুদ্দীন খালেদ ।

সুত্রে প্রকাশ, গত শনিবার (১০ আগস্ট) স্থানীয় সময় বারটার সময় চরতী ইউনিয়ন পরিষদ থেকে চালের বস্তা ট্রলিতে বহন করে নেওয়ার সময় স্থানীয় আওয়ামীলীগ কর্মী মোঃ শহীদুল্লাহর নজরে আসে, বিষয়টি যুবলীগ নেতা আব্দুল মোমেনকে ফোনে জানান শহীদুল্লাহ, পরবর্তী তারা দুইজন মিলে চাউল গুলো আবুল কাসেমের বাড়ীতে দেখতে পায় ।

এ নিয়ে চরতি ইউনিয়নের সচেতন মহল ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্হানীয় জনসাধারনের আশা প্রকাশ করে আরটিএমকে জানান, গরীব অসহায়দের জন্যে প্রধানমন্ত্রীর দেওয়া চাউল
আত্নসাতকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক ।

Logo-orginal