, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ” বাংলাদেশী ৬৩ হাজীর ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০৮-১৩ ১৩:৪০:৫৫ || আপডেট: ২০১৯-০৮-১৩ ১৩:৪০:৫৫

Spread the love

হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার সন্ধার পূর্বে মিনায় অবস্থিত ছোট, মধ্যম ও বড় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়েই মূলত পাঁচদিনের হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এরপর হাজীরা নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় মক্কা কিংবা মদিনায় অবস্থান করবেন। নির্দিষ্ট দিনে তারা দেশে ফিরবেন।

এদিকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশের ৬৩ জন হাজী সৌদী আরবে ইন্তেকাল করেছেন। সৌদী আরবের হজ অফিসের দেয়া তথ্যমতে মারা যাওয়া হাজীদের মধ্যে মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় মারা গেছেন এক জন হাজী। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া হাজীদের মধ্যে পুরুষ হাজী ছিলেন ৫৫ জন এবং মহিলা হাজী ছিলেন ৮ জন।

উল্লেখ্য এবছর বাংলাদেশ থেকে হজ ব্যবস্থার কাজে নিয়োজিত কর্মকর্তাসহ মোট হাজীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৫২ জন। আগামী ১৭ আগষ্ট শনিবার থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ১৫ সেপ্টেম্বর।
উৎসঃ নয়া দিগন্ত ।

Logo-orginal