, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা আবছারের জানাযায় মুসল্লির ঢল (ভিডিও)

প্রকাশ: ২০১৯-০৮-১৪ ১৪:৩৮:৫৫ || আপডেট: ২০১৯-০৮-১৪ ১৮:১৩:১০

Spread the love

লোহাগাড়াঃ লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা মাওলানা নুরুল আবছারের জানাযা সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ২.১৫ মিনিটে সদরের রশিদার পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল থেকে মরহুম নুরুল আবছারের লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় কর্মী ও স্বজনরা একনজর দেখতে তার বাড়িতে ভীড় করে।

জানাযায় সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।

আওয়ামী লীগ,বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এছাড়াও ভুমিমন্ত্রী সাইফুজ্জমান জাবেদ, এলাকার সাংসদ মাওলানা আবু রেজা নদভী, আওয়ামী লীগের কেঃ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুল, প্রশাসন ও থানার ওসিসহ সকল কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুম নুরুল আবছার ।

মাওলানা নুরুল আবছার চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান। ইন্তেকালের সময় স্ত্রী, দুই ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

মরহুম নুরুল আবছার দক্ষিন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও লোহাগাড়া উপজেলার সহসভাপতি ছিলেন।

নুরুল আবচার চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার লোহাগাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Logo-orginal