, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আমিরাতে নির্মিত হচ্ছে ৪র্থ হিন্দু মন্দির” হতাশ মুসলিম বিশ্ব

প্রকাশ: ২০১৯-০৯-০১ ০৯:১৯:১৬ || আপডেট: ২০১৯-০৯-০১ ০৯:১৯:১৬

Spread the love

ছবি, আমিরাতের ১টি মন্দির।
ইসলাম ডেস্কঃ মূর্তি ও মূর্তিপূজা সম্পর্কে মহান আল্লাহর কিছু বাণী:

মহান আল্লাহ বলেনঃ তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো আর মিথ্যা বানাচ্ছো। নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, তারা তোমাদের জন্য রিযিক দানের কোন ক্ষমতা রাখে না। তাই আল্লাহর নিকট রিযিক তালাশ করো আর তাঁরই ইবাদাত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। [সূরা আনকাবুত, আয়াত ১৭]

মহান আল্লাহ বলেনঃ আর ইব্রাহিম বলল, দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পরস্পরিক ভালোবাসার জন্যই তো তোমরা আল্লাহকে ছাড়া মূর্তিদেরকে গ্রহণ করেছো। তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে অভিশাপ দিবে, আর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আর তোমাদের জন্য থাকবে না কোন সাহায্যকারী। [সূরা আনকাবুত, আয়াত ২৫]
মহান আল্লাহ বলেনঃ সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দিবে না। আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিতও নয়। যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনাকে অস্বীকার করবে। [সূরা আহকাফ, আয়াত ৫-৬]

সংবাদে প্রকাশ, আমিরাতে নির্মিত হচ্ছে একের এক হিন্দু মন্দির, এমন খবরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম।

আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের প্রায় ৩৩ লাখ লোকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতে ৩য় একটি হিন্দু মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ২০১৮ সালে।

এর আগে আরব আমিরাতে আরো দুটি হিন্দু মন্দির তৈরি করা হয়েছিল। আগের ওই মন্দির দুটি দুবাইয়ে অবিস্থিত। আবু ধাবি এবং অন্য আমিরাতের হিন্দুরা দুবাইয়ের ওই দুই মন্দিরে গিয়ে পুজা করেন।

দুবাই-আবুধাবি সড়কের পাশে আবু মুরেইখাহ নামক স্থানে ৫৫ হাজার বর্গমিটার জমিতে এই মন্দির প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালে।

মন্দিরটি মধ্যপ্রাচ্যের প্রথম পাথরের তৈরি হিন্দু মন্দির। দিল্লির শ্রী অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হবে মন্দিরটি।

ইতিমধ্যে সংবাদে প্রকাশ,আমিরাতে আরো একটি সুবিশাল মন্দির নির্মাণ করবে ভারত।

অথচ, বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) মন্দির ভেঙে মুশরিকদের আলোর পথ বা মুক্তির পথ দেখিয়েছিলেন।

পরিতাপের বিষয় মুসলিম শাসকরা আবারো হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দিয়ে আরবে হিন্দু সংস্কৃতির প্রচলন করেছে।

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।

Logo-orginal