, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশের ঐক্যে নিয়ে যা বললেন শহীদ আফ্রিদি

প্রকাশ: ২০১৯-০৯-১৫ ০০:৩০:২৩ || আপডেট: ২০১৯-০৯-১৫ ০০:৩০:২৩

Spread the love

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন কেন বারবার মুসলিম সম্প্রদারের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে?

শুক্রবার আজাদ কাশ্মীরের মুজফফরাবাদে ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের একত্রিত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির প্রধানমন্ত্রীর মতো একই কথা বলছেন শহীদ আফ্রিদি।

আফ্রিদি বলেছেন, এ সমস্যা শুধু কাশ্মীরের নয়। কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

আফ্রিদি আরও বলেন, সারা বিশ্বে যেখানেই মানুষের ওপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে।

এর আগেও একাধিকবার কারণে-অকারণে ভারত ও ভারত সরকারের বিরুদ্ধে কথা বলেছেন আফ্রিদি।

সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন বুমবুম খ্যাত পাকিস্তানের অন্যতম সেরা তারকা ক্রিকেটার।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণ ১৯৪৭ সালের পর থেকে সাংবিধানিকভাবে যে বিশেষ মর্যাদা পেত, সেটি বাতিল করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেয়। এরপর থেকে জম্মু-কাশ্মীরের মুসলিম পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন।

Logo-orginal