, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে আবারো সন্ধান মিলল ভুয়া কোম্পানির, দেশে ফেরত যেতে হবে শ্রমিকদের

প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৬:৪৬:৪০ || আপডেট: ২০১৯-০৯-১৮ ১৬:৫০:১৮

Spread the love

কুয়েত সিটিঃ কুয়েতে আবারো সন্ধান মিলল ভুয়া কোম্পানির, এইসব কোম্পানি জালিয়াতি করে ভিসা ও ওয়ার্ক পারমিট নবায়নের সময় শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি গোছর হয় ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আরব টাইমসে প্রকাশিত সংবাদে প্রকাশ, দেশটির হাওয়ালী জেলায় বেশ কয়েকটি কোম্পানিকে সনাক্ত করেছে কতৃপক্ষ ।

সুত্রে প্রকাশ, অভিযুক্ত কোম্পানির কর্মীদের কাজের অনুমতি এবং আর্থিক বিবরণী যাচাই করার সময় সকল অনিয়ম নজরে আসে কতৃপক্ষের ।

আরবী দৈনিক আল কাবাসের বরাত দিয়ে ইংরেজি দৈনিক আরব টাইমস আরো জানায়, জালিয়াতি করে একামা ও ব্যাংক হিসাব খোলার দায়ে সম্পৃক্ত কোম্পানি গুলির ফাইল কোড নং ৩১ এ আটকে দেওয়া হয়েছে ।

কর্তৃপক্ষ আইনী পদ্ধতি গ্রহণ করায় বর্তমানে এইসব কোম্পানির ফাইল আটকে আছে, যার কারণে সংশ্লিষ্ট বিদেশী শ্রমিকদের নিজ দেশে ফেরত যেতে হবে ।

জানাগেছে এইসব কোম্পানিতে সর্বাধিক সংখ্যক শ্রমিক বাংলাদেশী, তবে তাদের সংখ্যা জানা যায়নি ।

Logo-orginal