, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চট্টগ্রামে টেস্ট ম্যাচে নিরাপত্তা বেষ্টনি টপকে সাকিব ভক্তের কান্ড…

প্রকাশ: ২০১৯-০৯-০৬ ১৮:১৬:৫৪ || আপডেট: ২০১৯-০৯-০৬ ১৮:১৬:৫৪

Spread the love

চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিরাপত্তা বেষ্টনি টপকে সাকিব আল হাসানকে অভিবাদন জানাতে মাঠে প্রবেশ করায় এক যুবককে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মাঠে উপস্থিত কয়েকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রথম সেশনের মাঝামাঝি সময়ে সাকিবের বোলিংয়ের সময় পূর্ব গ্যালারির কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এক সমর্থক মাঠে ঢুকে পড়েন।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করা সুব্রত সাহা জানান, “মাঠে ঢুকে সাকিবের কাছে গিয়ে বেশ নাটকীয় ভঙ্গিমায় সাকিবকে স্যালুট দেন ঐ তরুণ।”

“এরপর হাটু গেড়ে বসে প্রেম নিবেদন করার ভঙ্গিতে সাকিব আল হাসানকে ফুল দিতে চান তরুণ।”


Image Copyright @AmlanMostakim@AMLANMOSTAKIM
পরিস্থিতিতে বিব্রত হয়ে বেশ কয়েকবার সাকিব ফুল নিতে অস্বীকৃতি জানান, তবে শেষপর্যন্ত ফুল হাতে নেন।

মিনিটখানেকের মধ্যেই মাঠে নিরাপত্তা কর্মকর্তারা এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গিয়ে ঐ ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যান।

এই ঘটনায় চার-পাঁচ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। উৎসঃ বিবিসি বাংলা ।

Logo-orginal