, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চির নিদ্রায় শায়িত হলেন তুর্কি হিজাব আন্দোলনের নেত্রী সুলে

প্রকাশ: ২০১৯-০৯-০৫ ১৩:১৩:৪৯ || আপডেট: ২০১৯-০৯-০৫ ১৩:১৬:৩৪

Spread the love

তুরস্কঃ তুর্কি হিজাব অধিকার আন্দোলনের মহিয়সি নারী সুলে ইউকসেল সেনলের ইন্তেকাল করেছেন।

#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২৮ আগস্ট তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

সুলে ইউকসেল সেনলের ছিলেন তুরস্কের হিজাব আন্দোলনের নেতৃত্ব দেয়া এক মহিয়সি নারী। একইসাথে তিনি ছিলেন একজন সাংবাদিক, উপন্যাসিক ও সমাজকর্মী।

১৯৩৮ সালে তুরস্কের কায়সেরি জেলায় একটি সেকুলার পরবারে জন্ম হয় সুলে ইউকসেল সেনলের।

চিন্তার দিক থেকে ২০ বছর বয়স পর্যন্ত ছিলেন বাবার মতোই সেকুলার। ২০ বছর বয়সে বড় ভাইয়ের দেয়া উপহার সাইয়েদ বদিউজ্জামান নূরসী রহ. এর “রিসালায়ে নূর” পড়ে তার চিন্তার জগত পূর্ণরুপে বদলে যায়।

১৯৭১ সালে রাষ্ট্র কর্তৃক জুলুমের শিকার হয়ে তাকে একটা দীর্ঘ সময় জেলে কাটাতে হয়।

তিনি ছিলেন তুরস্কের প্রথম হিজাবধারী নারী সাংবাদিক। এছাড়াও তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগানের বিয়ের ওকালতি করেন।

গত ৩০ আগস্ট এই মহিয়সি নারীর নামজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। সুত্রঃ ইনসাফডটজম।

Logo-orginal