, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ডেঙ্গুতে প্রাণ গেল রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী দমে চিং মারমার

প্রকাশ: ২০১৯-০৯-১২ ১২:৪৭:০২ || আপডেট: ২০১৯-০৯-১২ ১২:৪৭:০২

Spread the love

ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমার স্ত্রী দমে চিং মারমা (২৪) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সিএসসি আর হাসপাতাল তিনি মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত সপ্তাহে রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী দমে চিং মারমা বেবী জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, তার মৃত্যুতে বান্দরবানের রুমা উপজেলায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ২০ জনেরও বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সুত্রঃ পরিবর্তন ডটকম।

Logo-orginal