, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

রাঙ্গুনিয়া মোগলের হাটে হিজরি নববর্ষ বরণ

প্রকাশ: ২০১৯-০৯-০৭ ১৩:২৮:২৬ || আপডেট: ২০১৯-০৯-০৭ ১৩:৩৫:২৫

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ মুসলমানদের জীবনধারায় মিশে আছে হিজরি সন। বিশ্বের নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানো, আকাশ সংস্কৃতি, সাইবার ক্রাইম ঠেকাতে জাতীয়ভাবে কঠোর আইন প্রণয়ন করা এবং সুস্থ নির্মল সংস্কৃতি চর্চা প্রসারিত করে আদর্শিকভাবে উজ্জীবিত প্রজন্ম গড়ার ডাক দিয়ে হিজরি নববর্ষ ‘১৪৪১’ কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ ৬ষ্ঠ বারের মতো এই বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় হামদ, নাত, কুরআন তেলাওয়াত, দেশাত্মবোধক সংগীত সহ সুন্দর পরিবেশনের মধ্য দিয়ে হিজরি সন ১৪৪১’কে বরণ করে নেন বিভিন্ন সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।

হিজরি নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা মাওলানা মুহাম্মদ আবদুর রহিম কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এইচ,এম,শহীদুল্লাহ।

উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ কোরবান আলী নূরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম,এ,কাদের জাহেদ।

স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সচিব মুহাম্মদ আবু ইসহাক।

অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ শাকিল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কাজী মো. আইয়ুব, ডা. মো. সেকান্দর, মাওলানা মো. আনোয়ার হোসাইন কাদেরী, মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মো. মহসিন কাদেরী, মাওলানা মো. সেকান্দর, মো. লোকমান প্রমুখ।

এছাড়াও হিজরি নববর্ষ উদযাপন কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মিজানুর রহমান, মো. সৈয়দ আলী, মো. জামাল উদ্দীন মো. রবিউল, মো. ইয়াছিন আরাফাত, মো. ফরহাদুল আলম জিসান, মো. রবিউল হোসেন (রকি), মুহাম্মদ ওয়াসিম।

Logo-orginal