, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

“শাটল ট্রেন” সাফাত বিন ছানাউল্লাহ্

প্রকাশ: ২০১৯-০৯-১৩ ১৩:১৮:১৫ || আপডেট: ২০১৯-০৯-১৩ ১৩:১৯:৫৮

Spread the love

শাটল ট্রেন
– – – সাফাত বিন ছানাউল্লাহ্

ঐ যে দুরে কিসের আওয়াজ
হুইসেলে প্রু প্রেন,
আসছে ধেয়ে বিকট শব্দে
লম্বা শাটল ট্রেন।

সাপের মত আঁকাবাকা
তুলছে ফণা জোরে,
হাজার মানুষ তাঁরই টানে
ছুটছে বিকেল ভোরে।

দুঃখ ভরা জীবন মাঝে
হালকা খুশির ক্ষণ,
সুখ নামের এই বিশেষ যানে
মিশে যায় এই মন।

ঢক ঢক ঢক সুরে শাটল
সমানতালে যায়,
সবুজে ঘেরা প্রকৃতি টানে
প্রাণ যে জুড়ায়।

কৃষকের দল পরিশ্রমে
ফলায় হরেক কিছু,
পানকৌড়ি আর পাখিরা
নিচ্ছে তাঁদের পিছু।

খোশগল্প, আড্ডা, গানে
দারুণ কাটে সময়,
নতুন বন্ধু – শুভাকাঙ্ক্ষী
তর্কে নতুন বিষয়!

বাস, মাইক্রো, রিক্সা কিংবা
হেলিকপ্টার আর প্লেন,
সবার চেয়ে পছন্দের যান
লম্বা শাটল ট্রেন ।।

প্রেরক : –

সাফাত বিন ছানাউল্লাহ্
কবি, প্রাবন্ধিক, ছড়াকার
সদস্য : চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)
সাতবাড়িয়া খন্দকার পাড়া, চন্দনাইশ চট্টগ্রাম
মোবাইল : 01845234492
safatbinnsanaullah1992@gmail.com

Logo-orginal