, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

হামজা বিন লাদেনকে হত্যার দাবী করল ট্রাম্প

প্রকাশ: ২০১৯-০৯-১৫ ০৯:৪৯:৫৬ || আপডেট: ২০১৯-০৯-১৫ ০৯:৪৯:৫৬

Spread the love

নিউজ ডেস্কঃ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে বলেছেন আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত এলাকায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে হামজাকে হত্যা করা হয়েছিল” বলে দাবি ট্রাম্প প্রশাসনের।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সিএনএনে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে অপারেশন বা মৃত্যুর সময়কাল জানানো হয়নি।

মার্কিনী প্রশাসনের বরাত দিয়ে সিএনএন জানায়,
রাষ্ট্রপতি বিবৃতিতে বলেছিলেন, “হামজা বিন লাদিনের ক্ষয়ক্ষতি শুধু আল-কায়েদাকে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দক্ষতা এবং তার পিতার সাথে প্রতীকী সংযোগ থেকে বঞ্চিত করে না, তবে তারা এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অপারেশনাল কার্যক্রমকে ক্ষুন্ন করে।”

ট্রাম্প আরও বলেন, “হামজা বিন লাদিন বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর পরিকল্পনা এবং মোকাবেলার দায়িত্বে ছিলেন।”

অবশ্য সিএনএন এর আগে ৩১ জুলাই রিপোর্ট করেছিল যে আমেরিকা বিশ্বাস করেছে হামজা বিন লাদেন মারা গেছেন।

এ সময় অপারেশন সম্পর্কে দুই প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন যে, বিন লাদেনকে অন্তত বেশ কয়েক মাস আগে হত্যা করা হয়েছে।

Logo-orginal