, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

অসাধারণ কৃতিত্বেৱ সাক্ষৱ রেখে চলেছে গুনাগরী আদর্শ বিদ্যাপীঠ’

প্রকাশ: ২০১৯-০৯-১৫ ০৮:২৮:০৩ || আপডেট: ২০১৯-০৯-১৫ ০৮:২৮:০৩

Spread the love

জালাল চৌধুরী,চট্টগ্রামঃ জেলার বাঁশখালী থানাস্থ ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদেৱ ২ নং ওয়ার্ড পশ্চিম গুনাগরী এলাকায় ‘গুনাগরী আদর্শ বিদ্যাপীঠ’ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৫ জন সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলীৱ সুদক্ষ তত্ত্বাবধানে ইতোমধ্যে অনেকগুলি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে অসাধারণ কৃতিত্বেৱ সাক্ষৱ রেখে চলেছে।

সর্বশেষ ‘বেগম ৱোকেয়া সাখাওয়াত বৃত্তি পরীক্ষা-২০১৮’ ইংরেজিতে ১ জন শিক্ষার্থী তাসনীম আলম নোভা স্বর্ণপদক সহ সর্বমোট ১১ জন বৃত্তি পেয়েছে ৷

বৃত্তি প্রাপ্ত বাকী শিক্ষার্থীরা হলো তাসনীম আলী সোবা,ফাহমিদা ইসলাম নাজিফা,মো: সাজিদ,ওয়াহিব মাহমুদ বিন গিয়াস,আইমুন জান্নাত,আফরোজা সোলতানা নিপা,উম্মে আইমন,সোহাইলা করিম চৌধুরী,মোহাম্মদ আল ইকরাম ও সামিউৱ রহমান চৌধুরী ৷

এ বিদ্যালয় খুব অল্প সময়ে পুরো দক্ষিণ চট্টগ্রামে ১ম স্থান অধিকাৱ করে ৱীতিমতো আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে ৷

আজ ১৪ সেপ্টেম্বৱ শনিবার উপজেলাস্থ গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে এক ঝমকালো অনুষ্ঠানে স্থানীয় মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’ৱ কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করছেন ‘গুনাগরী আদর্শ বিদ্যাপীঠ’ৱ নার্সারির ছাত্রী তাহসিন আলী নোভা। পুরস্কাৱ গ্রহণেৱ সময় উপস্থিত ছিলেন স্কুলেৱ প্রধান শিক্ষক সাইফুর রহমান চৌধুরী(বোরহান) ও সহকারি শিক্ষকা নাজমুন আকতার চৌধুরী এবং স্কুল পরিচালনা পরিষদেৱ পক্ষে উপস্থিত ছিলেন মাস্টাৱ মোহাম্মদ ইমন ৷

যাদেৱ অক্লান্ত পরিশ্রমেৱ বিনিময়ে আজকে আমাদেৱ এ মহান প্রাপ্তি সেই শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকামন্ডলী ও অভিভাবকদেৱকে বিদ্যালয়েৱ পরিচালনা পরিষদেৱ পক্ষে সম্মানিত পরিচালক সাবেক সরকারি প্রকৌশলী জনাব আলহাজ্ব দিদার ফারুখ সাহেব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাথে সাথে সকলকে ‘ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন’ জানিয়েছেন ৷

এবং অত্র বিদ্যালয়েৱ সমৃদ্ধি কামনায় সকলেৱ কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন ৷

Logo-orginal