, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আজও বিক্ষোভে উত্তাল মিশর” গুলি ও টিয়ারগ্যাস ছুঁড়ছে পুলিশ

প্রকাশ: ২০১৯-০৯-২২ ১৫:৫২:৪৫ || আপডেট: ২০১৯-০৯-২২ ১৫:৫২:৪৫

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ডেস্কঃ মিশরের নিরাপত্তা বাহিনী সুয়েজ বন্দর নগরীতে কয়েক শতাধিক বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ করেছে, সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশে ।

আল জাজিরার খবরে মিশরীয় বাহিনীকে গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা গেছে।

গত শুক্রবার থেকে কয়েক হাজার মিশরীয় স্বৈরশাসক এল সিসির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে।

তবে এখন পর্যন্ত আহত ও নিহতে খবর পাওয়া যায়নি, বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সুয়েজের একজন বিক্ষোভকারী এএফপি বার্তা সংস্থাকে বলেন, প্রায় ২০০ জন লোক টানা দ্বিতীয় রাতে নগরীর শহরতলীর দিকে রওনা হয়, সেখানে তাদের নিরাপত্তা বাহিনী এবং সাঁজোয়া যানবাহন বাধা দেয়।

“তারা [সুরক্ষা বাহিনী] টিয়ার গ্যাস, রাবার এবং লাইভ বুলেট নিক্ষেপ করেছে এবং এতে আহত হয়েছে অনেকে।

মানবাধিকার গ্রুপ মিশরীয় বিক্ষোভকারীদের তাত্ক্ষণিকভাবে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছে।

অপর এক বাসিন্দা, যিনিও নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, টিয়ার গ্যাস এতটা ঘন ছিল যে অশান্ত শহরের শহর থেকে কয়েক কিলোমিটার দূরে তার অ্যাপার্টমেন্ট ব্লকে পৌঁছেছিল।

রাজধানী কায়রোর যমজ শহর গিজা এবং উত্তর শহর মহল্লায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

আল জাজিরাকে মিশরের ভিতরে রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, দীর্ঘকালীন নেতা হোসনি মোবারাককে পতনকারী মিশরের ২০১১ সালের বিপ্লবের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কোয়ারে ভারী সুরক্ষিত উপস্থিতি বজায় ছিল।

Logo-orginal