, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতি-বাংলাদেশী মারামারি” এবং সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী হাসপাতালে

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১০:২৭:৫৯ || আপডেট: ২০১৯-০৯-০৩ ১০:২৭:৫৯

Spread the love

কুয়েত সিটিঃ গাড়ি পার্কিং এর জায়গা নিয়ে কুয়েতির সাথে ঝগড়া করে মারধরের শিকার হলেন এক বাংলাদেশী।

অন্যদিকে ৬ নং রিং রোড পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আরেক বাংলাদেশী গুরুতর আহত ফারওয়ানিয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ফারওয়ানিয়ায় ঘটনাটি সংঘটিত হয় বলে নিশ্চিত করে ব্লগার আইমান মাট।

সুত্রে প্রকাশ, ফারওয়ানিয়া শহর এরিয়ায় একটি পার্কিং স্পট নিয়ে বাংলাদেশী এবং কুয়েতি নাগরিকের মধ্যে ঝগড়া বাধে, অতপর কুয়েতি নাগরিক ৩৪ বছর বয়সী বাংলাদেশীকে পিটিয়ে আহত করে।

সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ বাংলাদেশীকে উদ্ধার করে ফারওয়ানিয়া হাসপাতালে প্রেরণ করে।

এই ঘটনায় ফারওয়ানিয়া থানায় মামলা রুজু করেছে পুলিশ।

অপরদিকে রাস্তা পার হতে গিয়ে কারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশী নাগরিক।

কুয়েতের সবচেয়ে ব্যস্ততম সড়ক ৬নং হাইওয়ে পার হওয়ার চেষ্টা করে গুরুতর আহত হন এই বাংলাদেশী।

গুরুতর আহত বাংলাদেশী বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তবে দুই বাংলাদেশীর পরিচয় প্রকাশ করেনি কতৃপক্ষ।

Logo-orginal