, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar Maftun

চট্টগ্রামে বিউটি এন্ড সেলুন এক্সপো সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৯-৩০ ১২:৩৬:০৩ || আপডেট: ২০১৯-০৯-৩০ ১২:৩৬:০৩

রাকিব উদ্দিন,  বিনোদন প্রতিবেদক

মেকআপ একটি নান্দনিক শিল্পকর্ম।আর মানুষের মুখ শিল্পকর্মের ক্যানভাস।
গতকাল রবিবার ২৯ সেপ্টেম্বর নগরীর চিটাগাং ক্লাবে ” ঝিরকার ” আয়োজনে বিউটি এন্ড সেলুন এক্সপো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকে ছিল নারীদের মেকআপ কর্মশালা। এতে অংশ গ্রহণ করেন ৫০ জন নারী। কর্মশালায় নারীদের প্রশিক্ষণের বিষয় মেকআপ সরঞ্জাম পরিচিতি, কালার কারেকশন কৌশল, মেকআপের আগে ত্বকের প্রস্তুতি, ফাউন্ডেশন এবং ক্লাসিকাল শেড নির্মাণ, বেস নির্মাণ, হাইলাইট, ব্লাশের পদ্ধতি, আইল্যাশ এবং মেকআপ গাইড লাইন নিয়েও আলোচনা করা হয়।এ মেকআপ আয়োজনে সহযোগীয় ছিলেন মারিহা চৌধুরী এবং আনিকা আনোয়ার।

অনুষ্ঠানের আয়োজন সাদাত আনোয়ার বলেন, নারীদের কর্মসংস্থান তৈরীর উদ্দেশ্যে আমাদের আজকের কর্মশালা।

বাঙালি নারীর কাছে শাড়ি তার সারা শরীর জড়িয়ে রাখা এক কাপড়ের একটা দীর্ঘ স্বপ্নখচিত জড়োয়া গয়না। যুগে যুগে এই পোশাককে বিচিত্র শব্দে–বর্ণে মহিমান্বিত। তবে বর্তমানে নারীদের মধ্যে কমে গেছে শাড়ি পরার চল। শাড়ি নিয়ে বিশেষ এ আয়োজনে তুষার হোসেনের করিওগ্রাফিতে ফ্যাশন সন্ধা অনুষ্ঠিত হয়।এতে মডেল সহযোগিতায় ছিল উইন্ডোজ মাল্টিমিডিয়া (আরাফাত মেজবাহ),পোশাক সহযোগিতায় ছিল বাংলাদেশ সনামধন্য পোশাক প্রতিষ্ঠান পেইম’স কালেন্সন।ফটোগ্রাফি সহযোগীতায় ছির রেয়ার রিপ্লেকসন ও ডেজেল। সবশেষে এশিয়ান ইউনিভার্সিটির মিউজিক ক্লাবের সদস্যরা গান পরিবেশন করেন।

Logo-orginal