, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

জাতিসংঘে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে ভারতে মামলা

প্রকাশ: ২০১৯-০৯-২৯ ১২:১৫:১০ || আপডেট: ২০১৯-০৯-২৯ ১২:১৫:১০

Spread the love

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতে একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার বিহারের মুজফ্‌ফরনগরের একটি আদালতে সুধীরকুমার ওঝা নামের এক আইনজীবী মামলাটি দায়ের করেন বলে জানায় এই সময়।

অভিযোগে ওই আইনজীবী বলেন, সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আপত্তিজনক মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি তার বক্তব্যে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন।

এজন্য পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দেওয়ার আবেদন জানান ওই আইনজীবী।

ওঝার দাবি, ভারত শাসিত কাশ্মীরে স্বায়ত্তশাসন সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক ছিল। এতে দেশের সংহতি নষ্ট হবে।

জাতিসংঘে দেওয়া ভাষণে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে ইমরান খান বলেছিলেন, ‘মনে করে নিচ্ছি, আমি কাশ্মীরের জেলে রয়েছি। শুনছি ভারতীয় সেনারা বাড়িতে হানা দিচ্ছে, ধর্ষণ করছে। আমি কি সেটা মানতে পারতাম? আমি বন্দুক তুলে নিতাম।’

তিনি বলেন, ‘ভারত সরকার কাশ্মীরিদের সে দিকেই নিয়ে যাচ্ছে আর আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে।… ইসলাম নয়, ন্যায়বিচার বঞ্চিত করা এবং নিপীড়নের কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়।’

পরমাণু যুদ্ধের আশঙ্কার কথা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথাগত যুদ্ধ শুরু হলে যেকোনো কিছু ঘটতে পারে। যখন দুটি পরমাণু শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা জাতিসংঘের কাছে পরীক্ষা, তারা কী চাইছে।’

এদিকে ইমরান খানের বক্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট সেক্রেটারি বিদিশা মৈত্র বলেছেন, ‘যে ধরনের শব্দ ইমরান প্রয়োগ করেছেন, তার মধ্য দিয়েই তার মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন ঘটেছে যা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একেবারেই অনভিপ্রেত।’

Logo-orginal