, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

পুলিশি অভিযানে কিছুই মিলেনি” র্যাব অভিযানে মিলল ১২ হাজার বিদেশী মদ ও লাখ টাকা

প্রকাশ: ২০১৯-০৯-২৬ ১৭:২০:২১ || আপডেট: ২০১৯-০৯-২৬ ১৭:২০:২১

Spread the love

দুদিন আগে সোমবার রাজধানীর তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে অবস্থিত ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিন অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।

পুলিশের অভিযানের দুদিন পর বুধবার মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিদেশি মদ ও বিয়ার মিলিয়ে ১২ হাজার বোতল ও ক্যান উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে ফু-ওয়াং ক্লাবটি সিলগালা করে দেয়া হয়। অভিযানে ক্লাবটি থেকে নগদ সাত লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে তিন জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে অভিযান সম্পর্কে ব্রিফ করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।

তিনি জানান, রাত ১২টার দিকে শুরু হওয়া অভিযানে ফু-ওয়াং ক্লাব থেকে নগদ সাত লাখ টাকা, দুই হাজার বোতল বিদেশি মদ, ১০ হাজার ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় ক্লাবটির তিন কর্মচারী জাহিদ, জেভিয়ার জেরি ডি কস্টা ও চঞ্চলকে আটক করা হয়।

তিনি জানান, জব্দ বিদেশি মদের বোতলের মধ্যে ৩ শতাংশ অবৈধভাবে আমদানি করা হয়েছে। জব্দ বিয়ারের ৫০ শতাংশও অননুমোদিত।

ক্লাবটি তার সদস্যদের বাইরেও মদ ও মাদকদ্রব্য বিক্রি করতো, যা মাদক নিয়ন্ত্রণ আইনবিরোধী বলে জানান লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম। সুত্রঃ যুগান্তর।

Logo-orginal