, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

মাহমুদউল্লাহর পর পড় ৫ ছক্কার রেকর্ড

প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৯:২১:০৮ || আপডেট: ২০১৯-০৯-১৯ ১৯:২১:০৮

Spread the love

ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এক ইনিংসের সর্বোচ্চ ৫টি ছক্কার রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের হয়ে পঞ্চম বোলার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ছক্কার রেকর্ড গড়েছেন রিয়াদ।

দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার আগে ৫টি ছক্কা হাঁকান নাজিমুদ্দিন। জাতীয় দলের সাবেক এ ওপেনার ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে নাইরোবিতে এই রেকর্ড গড়েন। এরপর ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি ছক্বা হাঁকান জাতীয় দলের অলরাউন্ডার জিয়াউর রহমান।

২০১৬ সালে ওমানের বিপক্ষে ভারতের ধর্মশালায় ৫টি ছক্কা হাঁকান দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

গত বছর শ্রীলংকার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫টি ছক্কা হাঁকান জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ চারটি ছক্কা হাঁকিয়েছিলেন রিয়াদ। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal