, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

মিশরে সিসি বিরোধী বিক্ষোভে উত্তাল

প্রকাশ: ২০১৯-০৯-২১ ১৬:০৭:৫৮ || আপডেট: ২০১৯-০৯-২১ ১৬:০৭:৫৮

Spread the love

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিসর। শুক্রবার প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে পথে নামে হাজার হাজার জনতা।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট সিসিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন মিসরীয় অভিনেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী। সিসি’র পদত্যাগের দাবিতে শুক্রবার গণবিক্ষোভের আহ্বান জানান তিনি। আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার আন্দোলনে যোগ দেন নাগরিকরা। কায়রো’সহ বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আন্দোলনের মুখোমুখি প্রেসিডেন্ট সিসি। বিক্ষোভ দমনে কায়রোতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে।

বিক্ষোভকে কেন্দ্র করে তাহরির স্কয়ারে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। তবে দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে আন্দোলনকারীরা।

Logo-orginal