, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

মুসলমানদের প্রতিষ্ঠিত ঢাবিতে ডাকসু নিষিদ্ধ করল ইসলামী রাজনীতি

প্রকাশ: ২০১৯-০৯-২৭ ০১:৪১:১৩ || আপডেট: ২০১৯-০৯-২৭ ০১:৪১:৫৩

Spread the love

মুসলমানদের দাবির প্রেক্ষিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এ অঞ্চলের মুসলমানদের সন্তানদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে।

সে সময় হিন্দুরা ছিল ঢাবি প্রতিষ্ঠায় অন্তরায়। আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করল ডাকসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু) কার্যালয়ে তৃতীয় কার্যকরী পরিষদের সভায় আজ বৃহস্পতিবার বিকালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণের এ সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি বিষয়টি ডাকসুর গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে তারা।

ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ভিপি নূরুলহক নূরসহ অন্য সম্পাদক ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ডাকসু’র এজিএস সাদ্দাম হোসেন।

এ বিষয়ে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আমাদের কার্যনির্বাহী সভার এজেন্ডায় ছিল। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তটি পাশ হয়েছে। #সংগৃহীত।

Logo-orginal