, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১০, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশ: ২০১৯-০৯-১৩ ০৮:৫৫:২৮ || আপডেট: ২০১৯-০৯-১৩ ০৮:৫৫:২৮

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মহত্তরখীল ও বেতাগী গুণগুণীয়া বেতাগী এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১ ঘন্টার ব্যবধানে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এদিকে পাগলা কুকুর আতঙ্কে রাস্তাঘাটে মানুষ লাঠিহাতে চলাচল করছে।

স্থানীয় মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে বেতাগী ইউনিয়নের গুণগুণীয়া বেতাগী এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ পথচারী মানুষের উপর ঝাপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (৩৫), স্থানীয় মো. সাকিব (২২), মো. নাছের (২২), নিপু কান্তি দাশ (২৫) সহ আরও দুই নারীকে কামড়িয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা কুকুরটিকে তাড়া করলে এটি পাশ্ববর্তী পোমরা ইউনিয়নের মহত্তরখীল এলাকায় গিয়ে ঐ স্থানে আরও ৪ ব্যক্তিকে কামড়িয়ে গুরুতর আহত করে। তারা হলেন স্থানীয় নিখিল কান্তি (৪৫), মো. সাকিব (১৯), মো. সোহেল ড্রাইভার (২৬) সহ অজ্ঞাত আরও এক ব্যক্তি। স্থানীয়দের তাড়া খেয়ে কুকুরটি পালিয়ে অজ্ঞাত স্থানে চলে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সড়কে চলাচলে লাটি হাতে বের হতে বাধ্য হয়। এদিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

Logo-orginal