, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

রাঙ্গুনিয়ায় বুড্ডিস্ট স্টুডেন্ট এসোসিয়েশানের শিক্ষা সামগ্রী ও পানীয় দান

প্রকাশ: ২০১৯-০৯-১৩ ১৮:৫৭:০০ || আপডেট: ২০১৯-০৯-১৩ ১৮:৫৭:০০

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশান রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মরত্ন অনাথ আশ্রমের শিক্ষার্থদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও উপাসক-উপাসিকাদের পানীয় দান অনুষ্ঠান শুক্রবার(১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাখালী অশোকারাম বিহারে অনুষ্ঠিত হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী ধর্মাক্কুর বিহারের অধ্যক্ষ দিপংকর থের।

প্রধান অতিথি ছিলেন নজেরেটিলা ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশান রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অভিজিত তালুকদার পাপেল।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশান রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিকু বড়ুয়া।

সংগঠনের সহ সভাপতি অজয় বড়ুয়া এম.এ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক সুজয় বড়ুয়া, দপ্তর সম্পাদক অর্ক তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় ২০০ জনকে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও পানীয় বিতরণ করা হয়।

Logo-orginal