, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ দুবাই প্রবাসীকে আটক করেছে কাস্টমস

প্রকাশ: ২০১৯-০৯-২৫ ২০:৩৬:২৭ || আপডেট: ২০১৯-০৯-২৫ ২০:৩৬:২৭

Spread the love

আসিফ ইকবাল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর রবিউল আলম নামের এই যাত্রীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৩০ কার্টুন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ নামের যৌন উত্তেজক স্প্রে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী রবিউল আলমের লাগেজ স্ক্যানিংয়ের সময় তার লাগেজে সন্দেহজনক পণ্য আছে বলে সন্দেহ হয়।

এরপর লাগেজ খুলে তল্লাসী চালালে লাগেজের ভিতর ২৩০ কার্টুন (৪৪ হাজার শলাকা) বিদেশী সিগারেট এবং ৫০ বোতল যৌন উত্তেজক স্প্রে উদ্ধার করা হয়। পরে এই যাত্রীকে আটক করা হয়।  (ছবি সংগৃহীত).

Logo-orginal