, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

আইসিসির শাস্তি পেয়ে সংবাদ সম্মেলনে যা বললেন সাকিব

প্রকাশ: ২০১৯-১০-২৯ ২৩:১০:৩৫ || আপডেট: ২০১৯-১০-২৯ ২৩:১০:৩৫

Spread the love

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের (আকসু) শাস্তি আমি পেতে নিয়েছি। সকল খেলোয়াডের মতো আমিও চাই এটা দুর্নীতিমুক্ত থাকুক। তরুণদের উন্নয়নে আমি কাজ করব। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমি দ্রুত ক্রিকেটে ফিরব, আগের চেয়ে আরো স্ট্রং হয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় তথ্য গোপনের অভিযোগে আইসিসির কাছ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের টেষ্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, এই দুঃসময়ে বিসিবি, ভক্ত ও দেশবাসীর কাছে আগেও মতোই সহযোগিতা চাই। সাকিব বলেন, ‘আমি শাস্তি মেনে নিয়েছি। সকল খেলোয়াডের মতো আমিও চাই ক্রিকেটটা দুর্নীতিমুক্ত থাকুক। তরুণদের উন্নয়নে আমি কাজ করব। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে আমি দ্রুত ক্রিকেটে ফিরে আসতে পারব।‘

নিজের ভুলের কথা স্বীকার করে সাকিব তরুণদের উদ্দেশ্যে বলেন, আমি যে ভুল করেছি, সেই ভুল যেন পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটাররা যেন না করে। সুত্রঃ নয়া দিগন্ত।

Logo-orginal