, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

গত ১০ বছরে ভারতীয় বিএসএফ ৩২২ জন বাংলাদেশিকে হত্যা করেছে”

প্রকাশ: ২০১৯-১০-১৮ ১৮:২৭:২৭ || আপডেট: ২০১৯-১০-১৮ ১৮:২৭:৪৫

Spread the love

গত ১০ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ৩২২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত নিহত হয়েছেন ২৮ জন।

গত ১১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদে জানিয়েছিলেন ২০১৮ সাল পযর্ন্ত গত ১০ বছরে বিএসএফের হাতে নিহত বাংলাদেশির সংখ্যা ২৯৪জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম হারুনুর রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০৯ সালে অন্তত ৬৬ জন, ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে মোট ৪৮ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন ও ২০১৮ সালে ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

এদিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র তথ্য মতে চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত সীমান্তে বিএসএফের হাতে ২৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

রাজশাহীর চারাঘাটে বিএসএফ-বিজিবি’র গোলাগুলির ঘটনা ভুল-বোঝাবুঝি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে দুই বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হচ্ছে; সীমান্তে শান্তি রক্ষায় দুই দেশই তৎপর। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

উল্লেখ্য গতকাল এক জেলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে, বিএসএফ’র এক জওয়ান নিহত হন। সুত্রঃ যমুনা নিউজ।

Logo-orginal